এক সেকেন্ডই মারা গেল ৩০০ হরিন !

হঠাৎ ভীষণ জোরে বজ্রপাতের আওয়াজ। তারপর সব নিশ্চুপ। প্রলয় কাণ্ড শেষে দেখা গেল, মাঠে মরে পড়ে আছে শত শত হরিন। ঘটানাটি ঘটেছে দক্ষিণ নরওয়ের এক ন্যাশানাল পার্কে। পার্কের এক নিরাপত্তারক্ষী জানান, তিন শ’টি বল্গা হরিণই একেবারে পুড়ে ঝলসে গেছে। কয়েকদিন ধরেই এই অঞ্চলে খুব দুর্যোগ চলছিল। শুক্রবার রাতে দুর্যোগ চরমে ওঠে। সেই রাতেই বাজের আঘাতে একসাথে মারা যায় এতগুলো বলগাহরিণ। পুলিশ জানায়, বাজ পড়ার সময় খুব কাছাকাছি দাঁড়িয়ে ছিল হরিণগুলো। বাজের আঘাতে একসাথে এত পশুর মৃত্যুর ঘটনায় হতবাক সবাই।



মন্তব্য চালু নেই