এখনই নেইমারকে পাচ্ছে না বার্সেলোনা

স্প্যানিশ লা লিগার নতুন মৌসুম মাঠে গড়িয়েছে। ইতিমধ্যে বার্সেলোনা একটি ম্যাচ খেলেও ফেলেছে।

কিন্তু নেইমার তখন দেশের হয়ে অলিম্পিক ফুটবল খেলেছেন। অলিম্পিক শেষ। বার্সেলোনা ভক্তদের প্রত্যাশা ছিল এবার কাতালানদের হয়ে মাঠ মাতাবেন নেইমার। কিন্তু না।

এখনই নেইমারকে পাচ্ছে না বার্সেলোনা। ব্রাজিল দলের হয়ে আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলে তবেই বার্সা শিবিরে যোগ দেবেন নেইমার। সে কারণে অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষের ম্যাচে খেলতে পারছেন না ব্রাজিলিয়ান তারকা।

অবশ্য ওই ম্যাচের পরই ক্লাব ফুটবলে সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতি শুরু হবে। সে কারণে অল্প সময়ের জন্য আর স্পেনে যাচ্ছেন না তিনি।

বিশ্বকাপ বাছাইপর্বে নেইমার ইকুয়েডর ও কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবেন। ব্রাজিলের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো অলিম্পিকের স্বর্ণ জিতে রীতিমতো ফুরফুরে মেজাজে রয়েছে সেলেকাওরা। অলিম্পিক জয়ের আত্মবিশ্বাস নিয়েই তারা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে নামবে।

২ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে ও ৬ সেপ্টেম্বর কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে নামবে ব্রাজিল। এরপর অক্টোবরের ৩ ও ১১ তারিখ বলিভিয়া ও ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে নেইমাররা।



মন্তব্য চালু নেই