এখন থেকে ড্রোনে করে চলাচল করতে পারবে মানুষ!

হাই টেক নজরদারিতেই হোক বা জঙ্গিঘাঁটিতে হামলা, ড্রোন এখন সর্বত্রই বড় হাতিয়ার হিসেবে কাজ করবে। কোনো মানুষ ছাড়াই রিমোট কন্ট্রোলে নির্দিষ্ট টার্গেট নিয়ে ছুটে যায়। তা সে আকাশেই হোক বা সমুদ্রে। এ বার সেই ড্রোনে করে মানুষও চলাচল করতে পারবে। এই প্রথম আমেরিকায় এমন ড্রোন তৈরি করে ফেলল এক চীনা সংস্থা। কেমন হবে সে ড্রোনের কাজ জেনে নিন।

১. এই ড্রেনটিকে মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচালনা করা যায়।

২. ১১,৪৮০ ফুট উচ্চতায় এক টানা আপাতত ২৩ মিনিট ধরে উড়তে পারে এই ড্রোনটি।

৩. ১২০ কেজি ওজন বহন করার ক্ষমতা রাখে ইহায়াং ১৮৪।

৪. ২০০ কেজি ওজনের এই ড্রোন নিজেকে পুরো মেলে ধরলে দৈর্ঘ হবে ১৮ ফুট।

৫. ১৪২ হর্স পাওয়ার যুক্ত ইহায়াং ১৮৪ ড্রোন ১১ হাজার ফুট উচ্চতায় উড়তে সক্ষম।

৬. চলতি বছরে জানুয়ারি মাসে ইহায়াং ১৮৪ কে জনসমক্ষে পরীক্ষা করা হয়।

৭. লাস ভেগাসে নেভাদার গভর্নর অফিস থেকে অনুমতিও এসে গেছে ইহায়াং ১৮৪ ড্রোনকে আরো উন্নত করে বাস্তবিক রূপ দেয়ার জন্য।

৮. এটিই প্রথম ড্রোন যা মানুষ নিয়ে ছুটবে। নাম ইহায়াং ১৮৪। আপাতত এই ড্রোন একজন মাত্র মানুষকেই বহন করতে পারে।-আনন্দবাজার



মন্তব্য চালু নেই