এখন বিদেশিদের পাশেও দাঁড়াতে পারে বাংলাদেশ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের ১৬ কোটি মানুষের খাদ্যের যোগান দিয়ে বিদেশেও খাদ্য সাহায্য করার ক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ। দুর্যোগের সময় প্রতিবেশী দেশের পাশে দাঁড়িয়ে আমরা সেটা প্রমাণ করেছি। সারা পৃথিবীতে উন্নয়নের রোল মডেল হিসেবে আমাদের দেশ পরিচিতি লাভ করেছে।

শনিবার সন্ধ্যায় ফরিদপুর সদর উপজেলার কানাইপুর হাই স্কুলের মাঠে জনসভায় মন্ত্রী এসব কথা বলেন।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সারাবিশ্বে যখন চলেছে অর্থনৈতিক মন্দা তখনও বাংলাদেশের অর্থনীতির গতির চাকা ছিল উন্নত দেশগুলোর তুলনায়ও অধিক গতিশীল। উন্নত ও উন্নয়নশীল দেশে অর্থনৈতিক মন্দায় যখন বেকারত্বে দিশেহারা হয়ে মানুষ আত্মহত্যা করেছে, সেখানে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে গিয়ে বিশ্বের বুকে উদাহরণ সৃষ্টি করেছে।

ফরিদপুরের চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী বলেন, ফরিদপুর বিভাগ হচ্ছে, ফরিদপুর পৌরসভা উন্নীত হচ্ছে সিটি করপোরেশনে, সেখানে ফরিদপুরের অর্থনীতির প্রাণকেন্দ্র কানাইপুর একটি ইউনিয়ন পরিষদ হিসেবে পড়ে থাকতে পারে না। তাই অতি শিগগির কানাইপুরকে পৌরসভায় উন্নীত করা হবে।

এর আগে বিকালে মন্ত্রী কানাইপুর ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত জনসভায় কানাইপুর ইউপি চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. কে এম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান প্রমুখ।



মন্তব্য চালু নেই