এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় বিদেশি নাগরিক জড়িত

বাংলাদেশে এটিএম কার্ড জালিয়াতির মাধ্যমে গ্রাহকদের টাকা হাতিয়ে নেবার ঘটনায় বিদেশি নাগরিক জড়িত। বাংলাদেশে ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা এই ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন।

বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের একটি এটিএম বুথে লাগানো ক্লোজ সার্কিট ক্যামেরায় তার চেহারা ধরা পড়েছে বলে তিনি জানিয়েছেন। তার সাথে একজন বাংলাদেশি ছিলো বলেও জানা গেছে। এ ব্যাপারে ব্যাংকটির পক্ষ থেকে থানায় ইতিমধ্যেই মামলা হয়েছে।

গত শুক্রবার রাজধানী ঢাকায় কয়েকটি ব্যাংকের এটিএম বুথ থেকে গ্রাহকদের অজান্তে টাকা তুলে নেয়ার ঘটনা ঘটেছে। ক্যাশ মেশিনের সাথে কার্ড ক্লোন করার যন্ত্র বসিয়ে কার্ডের তথ্য চুরি করে এটা করা হয়েছে যাকে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ‘স্কিমিং জালিয়াতি’ বলে উল্লেখ করছে।

শুধু ইস্টার্ন ব্যাংক থেকেই শুক্রবার বিশ জনের বেশি গ্রাহকের এটিএম কার্ড থেকে এভাবে লক্ষ লক্ষ টাকা অর্থ হাতিয়ে নেবার ঘটনা ঘটেছে। সাহা জানিয়েছেন, যে বুথে ঘটনাগুলো ঘটেছে তারা সেগুলো সরেজমিনে দেখেছেন। এধরণের ঘটনা ঘটলে কি করতে হবে সেনিয়ে দেশের ব্যাংকগুলোর জন্য কিছু নির্দেশনাও দেয়া হয়েছে। বিবিসি।



মন্তব্য চালু নেই