এতো বিদ্যুৎ গেলো কোথায়?

তানভীর আহম্মেদ, আত্রাই (নঁওগা) থেকে : বর্তমান সরকারের যতো উন্নয়ন তার মধ্যে উল্লেখযোগ্য একটি হলো বিদ্যুৎ ক্ষেত্র ।কেননা ২০০৮ সাল পর্যন্ত এই দেশে বিদ্যুৎ উৎপাদন হতো সর্বোচ্চ ৪৫০০ মেগাওয়াট।সেই সময় বিদ্যুৎ নিয়ে যে কি ভোগান্তি ছিলো তা সকলেরই জানা ।যদিও শহরে সমস্যা একটু কম ছিলো।তখন গ্রামে ২৪ ঘন্টার মধ্যে সর্বোচ্চ ১০ ঘন্টা বিদ্যুৎ পাওয়া যেতো ।কিন্তু যখন বর্তমান সরকার ২০০৯ সালে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসলেন তার পর থেকে এই অবস্থার কিছুটা উন্নতি হতে শুরু করে ।তার পেছনে সবচেয়ে বড়ো অবদান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ।যিনি ঐ সময় বিদ্যুৎ ক্ষাতকে সবচেয়ে বেশী গুরুত্ব দিয়েছিলেন ।যার ফলে আজ বাংলাদেশ ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হয়েছে । বর্তমান সরকারের ইচ্ছে এই উৎপাদন ৩০ হাজার মেগাওয়াটে ছাড়িয়ে নিয়ে যাওয়া ।এখন প্রশ্ন এই জায়গায় যেখানে হিসাব নিকাশে বিদ্যুতের উন্নয়ন মাত্র সাত বছরে ৫৫০০ মেগাওয়াটের বেশি ।অর্থাৎ ৩৭ বছরে এইদেশে যে বিদ্যুৎ উৎপাদন হয়েছে তার থেকে এই সাত বছরে দ্বিগুণেরও বেশি বিদ্যুৎ উৎপন্ন হয়েছে । কিন্তু দুঃখজনক হলেও সত্য বিদ্যুতের এই সুফল সাধারণ মানুষ শতভাগ ভোগ করতে পারছেনা ।গত কিছুদিন আত্রাই এলাকার জনসাধারণের সাথে কথা বলে জানা যায় এই এলাকায় বর্তমান বিদ্যুৎ ২৪ ঘন্টার মধ্যে ১০ থেকে ১২ ঘন্টা লোডশেডিং হচ্ছে ।তার সাথে চলছে প্রচন্ড তাপদাহ ।যার প্রভাব পরেছে জনজীবনে।ক্ষতিগ্রস্থ হচ্ছে লেখাপড়া ও ব্যবসা বানিজ্য ।যার প্রভাব পড়ছে কমল মতি শিশুদের উপর। এলাকাবাসীর দাবী অত্র এলাকায় বিদ্যুতের এই দূরঅবস্হা যতো দ্রুত সম্ভব উন্নতি করা হোক ।জনগণের কৌতূহল যেখানে বিদ্যুতের উন্নয়ন এতো তাহলে এতো বিদ্যুৎ গেলো কোথায় ?



মন্তব্য চালু নেই