“এত ছোট চরিত্রে জয়ার অভিনয় ঠিক হয়নি”

কলকাতার একটি ছবিত্রে অভিনয়ের পর জয়া আহসানকে নিয়ে যখন সোস্যাল মিডিয়ায় তোলপাড় তখন এ ব্যাপারে মুখ খুললেন জনপ্রিয় অভিনেতা শাকিব খান। জয়ার মতো শক্তিমান অভিনেত্রীর ছোট একটি চরিত্রে অভিনয় উচিত হয়নি বলেও মনে করেন শাকিব।

জয়া প্রসঙ্গে সংবাদমাধ্যমকে শাকিব বলেন, ‘একটা বিষয়ে কারও কোনো সন্দেহ নেই যে, জয়া আহসান বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী। সামাজিকভাবেও তিনি সবার কাছে ইতিবাচক একটা ভাবমূর্তি ধরে রাখতে পেরেছেন। কিন্তু ‘রাজকাহিনী’ ছবির এই জয়া আহসান আমার কাছে একেবারেই অপরিচিত। ছবিতে এমন একটি দৃশ্যে অভিনয়ের তাঁর কী এমন দরকার ছিল, তা আমি আসলেই বুঝতে পারিনি।’

শাকিব বলেন, কলকাতা থেকে কোনো প্রস্তাব পেলেই আমাদের এখানকার অনেকের আর কোনো হুঁশ থাকে না। মনে হয়, তাঁরা যেন বিশ্ব জয় করে ফেলেছেন! মনে মনে তাঁরা ভাবতে থাকেন, বাহ্‌ আমি তো কলকাতায় সুযোগ পেয়ে গেলাম। খুব শিগগিরই বলিউডেও জায়গা করে নেব। আসলে কি বিষয়টা এতটাই সহজ! আমার সহকর্মী ভাই-বোনদের সবার প্রতি আমার একটা অনুরোধ থাকবে, আপনাদের কাছে প্রস্তাব আসবে কিন্তু, সবার আগে নিজের হিসেব বুঝে নিয়ে তারপর কাজ করার সিদ্ধান্ত নিন।’

প্রসঙ্গত, সৃজিত মুখোপাধ্যায়ের ‘রাজকাহিনী’ ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান। ১৬ অক্টোবর ছবিটি কলকাতায় মুক্তি পেয়েছে। মুক্তির আগে থেকেই সংবাদমাধ্যমগুলোতে জয়া আহসানকে নিয়ে চলে ব্যাপক আলোচনা। ছবি মুক্তির পর সে আলোচনা রূপ নেয় সমালোচনায়। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে জয়া আহসানের একটি দৃশ্য নিয়ে বেশ সমালোচনাও হয়।



মন্তব্য চালু নেই