এনডিটিভির পর আরো এক টেলিভিশনের সম্প্রচার বন্ধের নির্দেশ

ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভির পর এবার আরেক টিভি চ্যানেলে স্পর্শকাতর বিষয়ে সংবাদ পরিবেশনের অভিযোগে সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। নিউজ টাইম গ্রুপের অসমীয়া ভাষার সংবাদভিত্তিক চ্যানেল নিউজ টাইমকে একদিন সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বলছে, চলতি বছরে একটি শিশু নির্যাতনের ঘটনা সরাসরি সম্প্রচার করেছিল এ চ্যানেলটি। টিভি সম্প্রচারে যে কোনো শিশু নির্যাতনের ঘটনার এমন ছবি প্রচার করা আইনসম্মত নয়। এ কারণেই একদিনের সম্প্রচার বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

তবে অনেকেই বলছেন, শিশু নির্যাতনের ওই ছবি আরো একাধিক চ্যানেলে প্রচার করা হয়েছিল। কিন্তু সে সব চ্যানেলের বিরুদ্ধে কোনো শাস্তি নেয়নি কেন্দ্রীয় সরকার।

গত অক্টোবরে এ নিয়ে একটি নোটিশ পাঠানো হয়েছিল চ্যানেল কর্তৃপক্ষের কাছে। সন্তোষজনক জবাব না দেয়ায় ৯ নভেম্বর নিউজ টাইমসের সম্প্রচার বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।



মন্তব্য চালু নেই