এন্ড্রয়েট ফোন না পেয়ে গলায় ফাঁস দিয়ে ৫ম শ্রেণির ছাত্রের আত্মহত্যা

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রাজিবপুরে পছন্দের এন্ড্রয়েট মোবাইল না পেয়ে মা-বাবার সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে ৫ম শ্রেণির এক ছাত্র আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

পারিবারিক সুত্র জানায়, উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে এন্ড্রয়েট টাস মোবাইল ফোন বাবার কাছ থেকে কিনে চেয়েছিল ছোট্ট শিশু ছাত্র কামরুল । মোবাইল চাইতে গেলে তার বাবা রাগ করে ছেলেকে একটি চর থাপ্পর মারে।

সোমবার সকাল সাড়ে ১০টায় মার খেয়ে রাগে ও অভিমানে কামরুল তার ঘরে গিয়ে গলায় ফাসঁ নিয়ে আত্মহত্যা করে। সে রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের পাঞ্জর পাড়া গ্রামের শফিক আহমেদ এর পুত্র। কামরুল ধলাগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীতে পড়াশুনা করছিল এবং ক্লাসের প্রথম স্থান অধিকারী ছাত্র। সে এবছর তার বিদ্যালয় থেকে স্কুল সমাপনী পরীক্ষায় অংশ নিত।পরে এ ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমে আসে।রাজিবপুর পার্শ্ব ঢুষমারা জল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে দুপুরে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।



মন্তব্য চালু নেই