এফবিআই নেটওয়ার্ক হ্যাক করায় কিশোর আটক

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা এফবিআই এর নেটওয়ার্ক হ্যাকিংয়ের সন্দেহে স্কটল্যান্ডের গ্লাসগো শহর থেকে ১৫ বছর বয়সী এক কিশোরকে আটক করা হয়েছে।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, স্কুল পড়ুয়া ১৫ বছর বয়সী ওই কিশোরকে ‘কম্পিউটার মিসইউজ অ্যাক্ট’ লংঘন করার দায়ে আটক করা হয়েছে। এই আইন অনুসারে কেউ অবৈধভাবে কম্পিউটার নেটওয়ার্ক হ্যাক করলে হলে তা অপরাধ হিসেবে গণ্য হয়।

স্কটল্যান্ড পুলিশের একজন মুখপাত্র বলেন, চলতি বছর ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার স্কটল্যান্ডের গ্লাসগো শহর থেকে ১৫ বছর বয়সী এই কিশোরকে ‘কম্পিউটার মিসউইজ অ্যাক্ট ১৯৯০’ লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়। তিনি বলেন, জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হলেও তার নামে সরকারিভাবে অভিযোগ করা হয়েছে।

তবে তার সঙ্গে এফবিআই জড়িত ছিল কিনা সে সম্পর্কে কিছু জানায়নি স্কটল্যান্ড পুলিশ।



মন্তব্য চালু নেই