এবারও জিএসপি সুবিধা পাচ্ছে না বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানিতে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) প্রাপ্তদের তালিকা থেকে বাংলাদেশকে আবারো বাদ রেখেছে দেশটি। যুক্তরাষ্ট্র বলছে শ্রমিক অধিকারের বিষয়টি সামনে রেখেই তারা বাংলাদেশকে জিএসপি সুবিধা ফিরিয়ে দিচ্ছে না।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংক্রান্ত সর্বোচ্চ সংস্থা ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেনটেটিভ গতমাসেই এ তালিকা হালনাগাদ (আপডেট) করেছে। কারখানার কর্ম পরিবেশের উন্নতির শর্ত বেধে দিয়ে ২০১৩ সালের জুনে বাংলাদেশি পণ্যে জিএসপি স্থগিত করে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশের সঙ্গে ইকুয়েডর, ফিজি, জর্জিয়া, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজার, ফিলিপাইন, থাইল্যান্ড, ইউক্রেন এবং উজবেকিস্তানকেও এ তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। বাদ দেয়ার পেছনে সবক্ষেত্রেই মূলত শ্রমিক অধিকারের বিষয়টিকেই সামনে রাখা হয়েছে।

২০১৩ সালে রানা প্লাজা ধসের পর স্থগিত জিএসপি সুবিধা ফিরিয়ে দিতে ওবামা প্রশাসন পরে বাংলাদেশকে একটি অ্যাকশন প্ল্যান দেয়। সে অনুযায়ী বাংলাদেশ অগ্রগতি প্রতিবেদন দিলেও বাংলাদেশকে বলা হচ্ছে, যে অগ্রগতি হয়েছে তা যথেষ্ট নয়।

জিএসপি স্থগিতের আগে এই স্কিমের আওতায় বাংলাদেশ ৩৬ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করতো।



মন্তব্য চালু নেই