এবারো মুস্তাফিজের ভয়ে চিন্তায় কাতর প্রীতি জিনতা!

গত বছর আইপিএলে সবচেয়ে সফল ও প্রশংসিত বোলার ছিলেন বাংলাদেশি মুস্তাফিজুর রহমান। তার বোলিং বৈচিত্র্য সবাইকে বুঁদ করে রেখেছিল আইপিএল আসরে।

বাংলাদেশের কাটার মাস্টার খ্যাত বোলার প্রথমবারের মতো আইপিএলে খেলতে গিয়েই হয়ে যায় সুপারহিট। প্রতি ম্যাচে দেখিয়েছিলেন নতুন নতুন চমক। তার দল সানরাইজার্স হায়দ্রাবাদকে চ্যাম্পিয়ন করেও ছিলেন সেই বৈচিত্র্যময় বোলিং কেরামতিতে।

গত বছরের টুর্ণামেন্টে মুস্তাফিজের ভয়ে চিন্তায় কাতর হয়ে পড়েছিল বড় বড় শক্তিশালী দলগুলো। সেই কাতর হওয়া দলগুলোর মধ্যে বলিউড তারকা প্রীতি জিনতার কিংস ইলেভেন পাঞ্জাব দল ছিল অন্যতম। সেবায় প্রীতি জিনতার সাথে মুস্তাফিজ খবরের শিরোনাম হয়েছেন বেশ কয়েকবার।

সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলা পড়লেই প্রীতির দলকে একটু বাড়তি পড়ালেখা করতে হয়েছিলো মুস্তাফিজকে নিয়ে। এবারো সেই মুস্তাফিজ সানরাইজার্স হায়দ্রাবাদ দলে। তাই সাতক্ষীরার ছেলে মুস্তাফিজের কাটার, স্লোয়ার ডেলিভারি নিয়ে আবারো গবেষণা করতে হবে প্রীতিকে।

আসন্ন আইপিএলের সময়-সূচি আনুযায়ী মুস্তাফিজের হায়দ্রাবাদের মুখোমুখি হতে হবে প্রীতির কিংস পাঞ্জাবকে। তাই এবার একটু বাড়তি চিন্তায় পড়েছেন প্রীতি জিনতা। তবে শক্তিশালী দল গঠন করেছেন এই পাঞ্জাব মালিক। মুস্তাফিজের চিন্তায় পাঞ্জাব মালিক এবার ইয়ন মরগান, ম্যাট হেনরি, মার্টিন গাপটিল, ড্যারেন স্যামি ও গ্লেন ম্যাক্সওয়েলের মতো ক্রিকেটারদের দলে নিয়েছেন।

একনজরে দেখে নিন, কিংস ইলেভেন পাঞ্জাব দলে এবার খেলবেন কারা: ইয়ন মরগান*, রাহুল টেয়াটিয়া, টি নটরাজ, ম্যাট হেনরি*, বরুণ অ্যারন, মার্টিন গাপটিল*, ড্যারেন স্যামি*, রিংকু সিং, মুরালি বিজয়, ডেভিড মিলার*, আনুরুত সিং, আরমান জাফর, কেসি কারিয়াপ্পা, গুরক্রিত মান সিং,শন মার্শ*, গ্লেন ম্যাক্সওয়েল*, নিখিল নায়েক, অক্সার প্যাটেল, ঋদ্ধিমান সাহা, প্রদীপ সাহু, সন্দীপ শর্মা, মোহিত শর্মা, মার্কাস স্টনিস*, স্বপ্নিল সিং, শার্দূল ঠাকুর, মানান ভোহরা ও হাশিম আমলা*।



মন্তব্য চালু নেই