এবার এভারেস্টের পথে বিশ্ব রেকর্ড গড়ল ৫ বছরের ২শিশু!

এভারেস্টের পথে নয়া রেকর্ড গড়ল পাঁচ বছরের কন্দর্প ও আট বছরের ঋত্বিকা। এই বয়সেই এভারেস্টের বেস ক্যাম্পে পৌঁছে গেল দুই ভাইবোন। এর মধ্য দিয়ে সর্বকনিষ্ঠ হিসেবে রেকর্ড গড়ল তারা।

সোমবার বেস ক্যাম্পে পৌঁছেছেন গোয়ালিয়রের দুই ভাইবোন। যার উচ্চতা ৫,৩৮০ মিটার। বাবা-মায়ের সঙ্গেই এই অভিযান তাদের, এমনটাই জানিয়েছেন থুপডেন শেরপা।

পাশাপাশি পুরো পরিবার একসঙ্গে এই বেসক্যাম্পে পৌঁছে আরও একটি রেকর্ড গড়ল তারা। গোয়ালিয়রের লিটল অ্যাঞ্জেল হাইস্কুলের ছাত্র ও ছাত্রী এই দুই ভাইবোন। এর আগে ২০১৪ তে ভারত থেকে পাঁচ বছর ১১ মাসের হর্ষিত এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছয়।

ঋত্বিকা ও কন্দর্প গত ২ অগাস্ট অভিযান শুরু করে বাবা-মায়ের সঙ্গে। বাবা ভূপেন্দ্র ও মা মমতার সঙ্গে তারা কালাপাথর শৃঙ্গেও পৌঁছেছে, যার উচ্চতা ৫,৫৫৫ মিটার। আপাতত তারা নীচে নামছে। কাঠমাণ্ডুর দিকে রওনা হয়েছে এই পরিবার।

থুপডেন শেরপা জানান, নেপালের ভূমিকম্পে এভারেস্টের রাস্তার কোনও ক্ষতি হয়নি একথাটা বিশ্বকে জানাতেই এই অভিযান।



মন্তব্য চালু নেই