এবার গ্রিক দ্বীপে শরণার্থী শিশুর মৃত্যু

গ্রিসের উপকণ্ঠী-দ্বীপ আগাথোনিসিসের এক শরণার্থী শিবিরে, অসহায়ত্বের চূড়ান্ত দশায় মারা গেছে আরও এক দুই মাস বয়েসী শিশু। গ্রিক পুলিশ-সূত্র জানিয়েছে।

এদিকে শরণার্থীদের সঙ্গে লেসবস দাঙ্গা পুলিশদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
জানা যায়, শিশুটি মারা গেছে শনিবার, আগাথোনিসিস দ্বীপে পরিবারটি নামার কয়েক ঘণ্টার ব্যবধানে। পরিবারটি তুরস্ক থেকে এসেছিল।

শিশুটিকে হাসপাতালে নেয়া হয়েছিল। কিন্তু ওখানে সেবার পরিসর ছিল খুব সীমিত। আগাথোনিসিস দ্বীপের মেয়র ইভানগেলোস কত্তোরোস জাতীয় গণমাধ্যম ইআরটি টেলিভিশনকে এ তথ্য জানান।

শিশুটির পরিচয় কিংবা মৃত্যুর কারণ হিসেবে আর কিছু জানা যায়নি এখনও।

আগাথোনিসিস দ্বীপের কূলে ভিড়েছে শরণার্থী বহনযোগ্য একটি জাহাজ। দ্বীপে অবস্থানকৃত শরণার্থীদের একাংশকে এথেন্স এবং গ্রিসের মূল ভূখণ্ডে নেবার জন্যে জাহাজটি নিয়ে আসা হয়েছে।

এ জাহাজে ওঠা নিয়ে ব্যাপক সংঘর্ষ বাধে। একসময় শরণার্থীদের ওপর ব্যাপক লাঠিচার্জ করে দাঙ্গা পুলিশ । টিয়ার শেল ছোড়ে। সংঘর্ষের এক পর্যায়ে বাধা হিসেবে ঘিরে রাখা বেড়া ডিঙিয়ে জীবনের ঝুঁকি নিয়ে জাহাজে উঠতে সচেষ্ট হয় শরণার্থীরা এবং পুলিশদের লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে।



মন্তব্য চালু নেই