এবার চমক দিতে আসছে হুয়াওয়ে

স্পেনের বার্সেলোনায় ২২ থেকে ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে চমক দিতে আসছে চীনের স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ে। এবারের মেলায় ফ্ল্যাগশিপ স্মার্টফোন পি৯ ও টুইনওয়ান ট্যাব বাজারে আনতে পারে প্রতিষ্ঠানটি। বার্তা সংস্থা এএফপির এক খবরে এ তথ্য জানানো হয়েছে। বাজার গবেষণাপ্রতিষ্ঠান গার্টনারের তথ্য অনুযায়ী, বর্তমানে স্মার্টফোনের বাজারে তৃতীয় অবস্থানে আছে হুয়াওয়ে। স্যামসাং ও অ্যাপল আছে এক ও দুই নম্বরে। প্রযুক্তি-বিষয়ক বিভিন্ন ওয়েবসাইটের গুঞ্জন উঠেছে, এবার পি৯ স্মার্টফোনটিকে সামান্য বাঁকা করে তৈরি করছে হুয়াওয়ে।

৫ দশমিক ২ ইঞ্চি মাপের ফোনটিতে চার জিবি র‍্যাম, ২ দশমিক ৩ গিগাহার্টজ কিরিন প্রসেসর থাকবে। অ্যান্ড্রয়েড মার্সম্যালো চালিত ফোনটির পেছনে দুটি ক্যামেরা থাকবে। এ ছাড়া ট্যাবলেটের বাজার দখল করতে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমচালিত মেটবুক নামের টুইনওয়ান ট্যাব বাজারে আনতে পারে হুয়াওয়ে। এতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমও সমর্থন করবে। প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইটগুলো নতুন পণ্য নিয়ে গুঞ্জন তুললেও হুয়াওয়ে ২১ ফেব্রুয়ারির আগে মুখ খুলছে না। কারণ বার্সেলোনায় অনুষ্ঠান শুরুর আগেই সংবাদ সম্মেলন করে চমকগুলো দিতে চায় চীনের এই প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠানটি।



মন্তব্য চালু নেই