এবার টোকাইরা পাবে জাতীয় পুরস্কার!

রাস্তা-ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অবদানের স্বীকৃতি স্বরূপ ভারত সরকার আবর্জনা সংগ্রহকারী বা টোকাইদের জাতীয় পুরস্কার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভেদকার সোমবার নয়া দিল্লিতে একটি বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প চালু করতে গিয়ে এ কথা জানান।

তিনি আরো বলেন, নগদ দেড় লাখ রুপিসহ জাতীয় পুরস্কারটি তিনজন সেরা আবর্জনা সংগ্রহকারী এবং এ কাজের সাথে জড়িত তিনটি সংস্থাকে দেওয়া হবে।

তিনি বলেন, দেশে লাখ লাখ আবর্জনা সংগ্রহকারী রয়েছে। এই অপ্রসিদ্ধ খাতটি দেশকে বরাবর রক্ষা করে আসছে। তারা একটি ভালো কাজ করছে এবং আমি তাদের কাজটিকে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা তাদেরকে জাতীয় পুরস্কারে ভূষিত করব।

তিনি আরো বলেন, বর্জ্য ব্যবস্থাপনার জন্য পর্যাপ্ত তহবিল রয়েছে। শুধু অভাব রয়েছে বিভিন্ন ধরনের বর্জ্য কিভাবে বৈজ্ঞানিক পন্থায় অপসারণ করা যায় সে জ্ঞান।

বর্জ্য ব্যবস্থাপনায় কোনো না কোনো না কোনোভাবে আবর্জনা সংগ্রকারীরা সহায়তা করছেন উল্লেখ করে মন্ত্রী বৈজ্ঞানিক পন্থায় বর্জ্য অপসারণের জন্য দিল্লি মেট্রোরেল কর্পোরেশনের মতো একটি নির্ভরযোগ্য সংস্থা তৈরির পরামর্শ দেন।



মন্তব্য চালু নেই