এবার থেকে ৩০ অক্টোবর ‘ট্যাক্স ডে’

আয়করদাতাদের উৎসাহী করতে ৩০ অক্টোবর ‘কর দিবস’ বা ‘ট্যাক্স ডে’ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রতি বছরের রিটার্ন দাখিলের শেষ দিন হিসেবে বাধ্যতামূলকভাবে এই দিনে কর প্রদানের জন্য বলা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুন) জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে এই প্রস্তাব করেন ‍তিনি।

তিনি বলেন, ‘ব্যক্তি শ্রেণিসহ কোম্পানি ব্যতীত অন্যান্য করদাতার জন্য তারিখটি হবে ৩০ অক্টোবর। এ তারিখের মধ্যে রিটার্ন দাখিল করতে হবে। রিটার্ন জমার সাধারণ সময়সীমা আর কোনোভাবেই বাড়ানো হবে না। তবে কারণ দর্শানোর মাধ্যমে (কেস টু কেস) আবেদন করে সময় নেয়া যাবে, তবে সেক্ষেত্রে অতিরিক্ত সুদ প্রযোজ্য হবে।’

বর্তমানে দেশে করদাতার সংখ্যা নিয়ে হতাশা প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, ‘কখনও কখনও রিটার্ন দাখিলের শেষ তারিখ একাধিকবার বর্ধিত হয়। করদাতারা প্রতিবছরই সময় বাড়বে ধরে নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল থেকে বিরত থাকেন। এর ফলে কর নির্ধারণ ও রাজস্ব আহরণ কার্যক্রম পিছিয়ে যায়। অন্যদিকে এতে রিটার্ন জমার সর্বশেষ সময়সীমা সংক্রান্ত আইনি বিধানটি গুরুত্ব হারাচ্ছে।’

তিনি জানান, ‘রিটার্ন দাখিলের জন্য একটি অপরিবর্তনীয় ডেডলাইন থাকবে; যা ‘‘করদিবস’’ নামে অভিহিত হবে। সাধারণভাবে ৩০ অক্টোবর হবে কর দিবস, তবে ৩০ অক্টোবর সরকারি ছুটির দিন হলে ‘‘কর দিবস’’ হবে তার পরবর্তী কার্যদিবস।’



মন্তব্য চালু নেই