এবার দোকানের নামও স্টার প্লাস!

আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছে ঈদের কেনাকাটা। ঈদকে কেন্দ্র করে ভারতীয় পোশাকে সয়লাব দেশের বৃহৎ শপিং সেন্টার থেকে শুরু করে ফুটপাতগুলোও। বিচিত্র পোশাকগুলোর নামকরণ করা হয়েছে ভারতীয় সিনেমা ও টিভি সিরিয়ালের নায়িকাদের নাম অনুসারে। পোশাকের নামে টিভি সিরিয়ালের চরিত্রের প্রভাব থাকলেও দোকানের নামের ক্ষেত্রে তার প্রভাব খুব একটা দেখা যায় না। তবে দেশের বৃহত্তম শপিং কমপ্লেক্স বসুন্ধরা সিটিতে দেখা মিলেছে ভারতের জনপ্রিয় টিভি চ্যানেল ‘স্টার প্লাস’ এর নামে একটি জুয়েলারি ও কসমেটিক দোকানের।

ক্রেতাদের সিরিয়াল প্রীতির কথা মাথায় রেখে এই দোকানটার নাম রাখা হয়েছে স্টার প্লাস- এমনটিই জানালেন এর বিক্রয় প্রতিনিধিরা।

প্রথমে বসুন্ধরা সিটিতে টিভি চ্যানেলের নামে দোকানের নামকরণ হওয়ায় একটু কৌতুহলী হয়ে এগিয়ে যায় প্রতিবেদক। গিয়েই জানতে পারে দোকানের নামকরণের ইতিবৃত্ত। দোকানটি প্রতিষ্ঠা পায় বসুন্ধরার যাত্রা শুরু করার সময়ই। তখন থেকেই এখানে কাজ করেন বিক্রয় প্রতিনিধি আলমগীর।
তিনি বলেন, ‘বসুন্ধরা প্রতিষ্ঠা হওয়ার পরপরই এখানে দোকানটি দেয়া হয়। দোকানের নাম স্টার প্লাস হওয়ার কারণ, সেই সময় নারীরা এই চ্যানেলটি ও এর সিরিয়ালগুলো অনেক পছন্দ করত। সেই দিকটি বিবেচনা করে দোকানের নাম রাখা হয়েছিল স্টার প্লাস।’

আলমগীর আরও জানান, প্রথম দিকে দোকানের অলংকারগুলো ভারতীয় টিভি চ্যানেল স্টার প্লাসের অভিনেত্রীরা যে ধরনের গহনা পরতো সেগুলো ভারত থেকে এনে বিক্রি করা হত। কিন্তু পরবর্তীতে গহনার দাম বেড়ে যাওয়ায় পোষাচ্ছিল না। এ কারণে এখন আরো কয়েকটি টিভি সিরিয়ালের অভিনেত্রীদের গহনার ডিজাইন রাখা হয়। এ ছাড়া দেশীয় ডিজাইনের অলংকার এখানে পাওয়া যায়।

স্টার প্লাসের ডিজাইনের গহনা না রাখলে নাম পরির্বতন হয়নি কেন- এ বিষয়ে তিতি বলেন, ‘চ্যানেলটি এখনও অনেক জনপ্রিয়। তাই তার ইমেজ আমাদের কাজে দেয়।’

এই দোকানের ক্রেতা ফারিয়া তাবাসুম বলেন, ‘দোকানের নামের কারণে এখানে ঢুকলাম। আমি স্টার প্লাসের সিরিয়ালগুলো অনেক পছন্দ করি। তবে সিরিয়ালের কোনো পছন্দের ডিজাইনের গহনা এখানে দেখতে পেলাম না। এরা হয়ত নাম দিয়ে জিনিস বিক্রির চেষ্টা করছে।’

এদিকে পুরো বসুন্ধরা সিটি ঘুরে দেখা গেল একই চিত্র। ‘কিরণমালা’ সিরিয়ালের নায়িকা কিরণমালা, ‘বোঝেনা সে বুঝে না’ সিরিয়ালের নায়িকা পাখি ও ‘সুহানী সি এক লাড়কি ’ সিরিয়ালের সুহানী সিরিয়ালে সে পোশাক পরুক আর না পরুক তবে তাদের নাম দিয়ে বিচিত্র সব পোশাক দেদারসে বিক্রি হচ্ছে মার্কেটে।বাংলামেইল



মন্তব্য চালু নেই