এবার পার্লারের মত লেয়ার কাট নিজেই কেটে ফেলুন ! (দেখুন ভিডিওতে)

চুলে বৈচিত্র্য আনার জন্য নানা রকমের হেয়ার কাট করে থাকি। কখনও ইউ কাট, কখনও ডায়না কাট আবার কখনও লেয়ার কাট। এর মধ্যে লেয়ার কাট বেশ জনপ্রিয়। লেয়ার কাটে চুলকে কয়েকটি ধাপে কাটা হয়ে থাকে। ধাপে ধাপে কাটা হয় বলে এটিকে লেয়ার কাট বলে। পার্লারে চুলের এই কাটটি বেশি করা হয়।

অনেকে নিজেই নিজের চুল কেটে থাকেন। কিন্তু তা ব্যাংস অথবা সামনে চুল কাটার মধ্যে সীমাবদ্ধ। আপনি চাইলে নিজেই নিজের চুলের লেয়ার কাট কাটতে পারেবন? অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছুই নেই এইবার নিজেই নিজের চুলে লেয়ার কাট কাটতে পারবেন।

যা যা লাগবে:

চিরুনি
হেয়ার কাটিং কাঁচি
রাবার ব্যান্ড

যেভাবে করবেন:

১। প্রথমে চুল ভাল করে শ্যাম্পু করে নিন। ফ্ল্যাট আয়রন থাকলে সেটি দিয়ে চুল আয়রন করে সোজা করুন। এতে চুল সমান থাকবে এবং চুল সমান করে কাটা যাবে।

২। এরপর সম্পূর্ণ চুল দিয়ে উঁচু করে একটি ঝুঁটি বাধুন। সেই ঝুঁটি সমান দূরত্বে দুটি রাবার ব্যান্ড দিয়ে বাধুন।

৩। এবার শেষের অংশ (আগার অংশটুকু) কাঁচি দিয়ে কেটে ফেলুন।

৪। এরপর বাকি চুলগুলোকে তিন ভাগে ভাগ করে রাবার ব্যান্ড দিয়ে লাগিয়ে রাখুন (ভিডিও অনুযায়ী)।

৫। তারপর ভিডিও অনুযায়ী কাটিং কাঁচি দিয়ে চুল কেটে ফেলুন।

৬। চুল কাটার পর ভাল করে লক্ষ্য করুন চুলগুলো সমান হয়েছে কিনা।

৭। হেয়ার স্প্রে দিয়ে চুলগুলো সেটিং করে নিন।

৮। এবার আয়না দেখুন তো পার্লারের মত লেয়ার কাট হয়েছে কিনা?

সম্পূর্ণ পদ্ধতিটি দেখে নিন ভিডিওতে



মন্তব্য চালু নেই