এবার পুরণ হবে স্বপ্ন, মাত্র ১,০৯৯ টাকায় বিমান যাত্রা

বিমানে চড়ার শখ নেই, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তবে সবার কি আর সাধ থাকলে সাধ্যে কুলোয়? এ জন্যই সাধ আর সাধ্যের সমন্বয় ঘটাতে না পেরে অনেকের আকাশে উড়ার স্বপ্নটা অধরাই থেকে যায়। তবে এবার সে স্বপ্ন পুরণ হবে। তার জন্য দরকার হবে মাত্র এক হাজার নিরানব্বই টাকা।

জানা গেছে, এয়ার এশিয়া বিমানে অন্তঃরাজ্য ও আন্তর্জাতিক বিমান ভাড়া মাত্র ১,০৯৯ টাকা। মার্চ ৭ থেকে ১৩-এই ৭ দিনের মধ্যে অনলাইন টিকিট বুক করলে, অক্টোবর ১, ২০১৬ থেকে ২২ মে ২০১৭ পর্যন্ত বুকিং টিকিটে ভ্রমণ করতে পারবে গ্রাহক।

আঞ্চলিক ক্ষেত্রে ১,০৯৯ থেকে শুরু হচ্ছে ভাড়া। বেঙ্গালুরু, বিশাখাপত্তনম, গুয়াহাটি, কোচি, ইম্ফল, গোয়া, দিল্লিতে এয়ার এশিয়া বিমানে যাত্রা করতে হলে এই ‘অফার উইক’-এর মধ্যে অনলাইন টিকিট বুক করলে লাভবান হবে গ্রাহক, জানিয়েছে এয়ার এশিয়া বিমান কর্তৃপক্ষ। আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যাংকক থেকে চেন্নাই অথবা বেঙ্গালুরু আসতে খরচ পড়বে মাত্র ৩,০৯৯ টাকা।



মন্তব্য চালু নেই