এবার ফেসবুক ম্যাসেঞ্জার দিবে সিনেমা দেখার সুযোগ

বিশ্বের সব থেকে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হিসেবে পরিচিত ফেসবুক। এই ফেসবুকের ম্যাসেঞ্জার ব্যাবহারকারীদের সুবিধার কথা বিবেচনা করে একের পর এক নতুন ফিচার ইনপুট করেছে। এবার তারা আরও একটি নতুন সুবিধা চালু করেছে ব্যাবহারকারীদের জন্য।

সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম ফেসবুকের মেসেঞ্জারে যুক্ত হচ্ছে রোবট যার নাম ‘অ্যান্ড চিল’। এই রোবটই ফেসবুক ব্যবহারকারীদের তাদের পছন্দের সিনেমা উপভোগের সুযোগ করে দেবে। ‘নেটফ্লিক্স’কে টেক্কা দেয়ার লক্ষ্যেই ফেসবুক এমন উদ্যোগ নিয়েছে।

মেসেঞ্জারে মুভি দেখতে চাইলে এর ইউআরএল-এ যেতে হবে। সেখানে যাওয়ামাত্রই নতুন বোটটি চলে আসবে। তখন কী মুভি দেখতে চান তা একে বলে দেন। ব্যস!

এদিকে, রোবটির উন্নয়ন এখনো প্রাথমিক স্তরেই রয়েছে। খুব শিগগিরই সবকিছু ওকে পাওয়া যাবে বলে কর্তৃপক্ষের আশা।



মন্তব্য চালু নেই