এবার বাড়ি বসে মোদির সঙ্গে খেলবে শিশুরা!

বসার ঘর হোক বা পড়ার ঘর৷ ব্যালকনি হোক বা শোয়ার ঘর৷ এখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিনভর থাকবেন আপনার সঙ্গেই! না, রেডিওতে ‘মন কি বাত’ অনুষ্ঠানের মাধ্যমে নয়৷

তার সেই চেনা পাঞ্জাবি ও জওহর কোট পরেই চোখের সামনে থাকবেন তিনি৷ আর কৌতূহল না বাড়িয়ে এবার বরং আসল বিষয়টা বলে ফেলা যাক৷

অনলাইন ই-কর্মাস সাইট আমাজনে কিনতে পাওয়া যাচ্ছে মোদির সফটটয়৷ হুবহু মোদির মতোই দেখতে৷ চোখে চশমা আঁটা, জওহর কোট পরা মোদির সফটটয় বানিয়েছে ‘টিকলস’ নামের একটি সংস্থা৷ ৯৯৯ টাকা দিয়ে অর্ডার করলেই বাড়ি বসে পেয়ে যাবেন ‘মোদি পুতুল’৷

সংস্থার তরফে জানানো হয়েছে, বাচ্চাদের সফটটয় নিয়ে খেলার মধ্যে নতুনত্ব আনতেই মূলত এমন উদ্যোগ৷ ৩ থেকে ৬ বছরের শিশুদের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে টয়টি৷ উন্নত ও দামি কাপড় দিয়ে তৈরি করা হয়েছে এই টয়৷

সংস্থার আশা, রোমশ নরম এই টয় জীবজন্তুদের প্রতিও বাচ্চাদের ভালবাসা বাড়িয়ে তুলবে৷ তাহলে আর দেরি কেন! এখনই অনলাইনে অর্ডার দিয়ে ভারতের প্রধানমন্ত্রীকে খেলার সাথী করে তুলুন৷



মন্তব্য চালু নেই