এবার বিদেশি ক্রিকেট দলের মালিক শাহরুখ

অভিনয় জগতে বলিউডের বাদশাহ হিসেবে পরিচিত শাহরুখ খানের ব্যাপক পরিচিতি রয়েছে ক্রিকেট জগতেও। কেননা তিনি ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মালিক।

ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে খ্যাতনামা এই বলিউড অভিনেতা সম্প্রতি কিনেছেন টি-টোয়েন্টি ক্রিকেটের আরেকটি দল। এবার ভারতের বাইরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) দল ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগোকে (টিঅ্যান্ডটি) কিনেছেন শাহরুখ খান। এতে বিনিয়োগ করেছেন কেকেআরের সহ-মালিক জুহি চাওলা ও তার স্বামী জয় মেহতাও।

তারকাদের মধ্যে এর আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল কিনেছেন হলিউডের দুই তারকা মার্ক ওহালবার্গ এবং জেরার্ড বাটলার। তবে আইপিএলের কোনো দলের মালিক হিসেবে ও বলিউডের তারকা হিসেবে শাহরুখ খানই প্রথম বিদেশি কোনো দল কিনলেন।

সিপিএলের দল কিনে উচ্ছ্বসিত শাহরুখ বলেন, ‘আইপিএলে কেকেআরের পর এবার সিপিএলে ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো দলের অন্তর্ভুক্ত হতে পেরে আমরা উচ্ছ্বসিত। আমরা আশাবাদী যে আগামী দিনে কেকেআর-এর মতোই সফল হবে টিঅ্যান্ডটি।’

আগামী ২০ জুন থেকে ২৬ জুলাই পর্যন্ত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের তৃতীয় আসর অনুষ্ঠিত হবে।



মন্তব্য চালু নেই