এবার বিলাসবহুল জেড বিমান কিনলেন রোনালদো

কিছুদিন আগে এজেন্টের বিয়েতে একটি আস্ত দ্বীপ উপহার দিয়ে চমক দেখিয়েছিলেন।লন্ডনে নিজের ছবির প্রিমিয়রে এসে এবার জানিয়ে দিলেন, খুব বেশি হলে আর চার/পাঁচ বছর তিনি ফুটবল খেলবেন৷ এরপর পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে ‘রাজার’ মতো অবসর জীবনটা কাটাবেন৷ বলা হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর কথা।

সিআর সেভেনের বর্তমান জীবনযাপনও যে রাজার মতো৷ তার গ্যারেজে বিশ্বের ‘এ-টু-জেড’ নামি ব্র্যান্ডের গাড়ি৷ এবার অকাশ পথে ব্যক্তিগত সফরের জন্যও তিনি বিমানের প্রয়োজনীয়তা বোধ করলেন। তাই কিনেই নিলেন ১৩৫ কোটির লাক্সারি জেট ‘গাল্ফস্ট্রিম জি-২০০’৷ এতে চেপেই মাদ্রিদ থেকে বালহ্যামে ছবির প্রিমিয়রে উড়ে এসেছিলেন তিনি৷ ৭৮৬ মাইল উড়ানের জন্য বেছে নিয়েছিলেন নিজের সদ্য কেনা জেটকেই৷

এই জেটই একটা ছোট-খাটো বাড়ি৷ টয়লেট থেকে শুরু করে চেঞ্জিং রুম৷ কিচেন থেকে বেডরুম সবই রয়েছে এখানে৷ এর পাশাপাশি ইন্টারনেট, টেলিফোন ও রোনালদোর পছন্দের যাবতীয় গ্যাজেট মজুদ রয়েছে এখানে৷ এমনটাই জানিয়েছে স্প্যানিশ দৈনিক ‘কোরেয়ো দা মানহা’৷



মন্তব্য চালু নেই