এবার বিশ্বের সবচেয়ে সস্তা সিনেমা নির্মিত হল চীনে

চীন মানেই সস্তা জিনিসের বিপ্লব। সেই চীন দেশ এবার বাজিমাত করলো সবচেয়ে কম বাজেটের সিনেমা বানিয়ে। চীনের এক প্রযোজনা সংস্থার দাবি, তারা এমন একটা সিনেমা তৈরি করেছেন, যা বানানোর খরচ এক মার্কিন ডলারের চেয়েও কম হয়েছে। আগামী এপ্রিলেই চীনের বিভিন্ন প্রান্তে মুক্তি পেতে চলেছে এই সিনেমাটি।

বিশ্বের সবচেয়ে কম ব্যয়ে নির্মিত রোমান্টিক এই সিনেমায় আছেন মোট আটজন অভিনেতা-অভিনেত্রী। দুজন ক্যামেরম্যান সহ মোট ২০ জন সিনেমার বিভিন্ন কাজের সঙ্গে জড়িত। জানা গেছে, কেউ নাকি পারিশ্রমিক নেননি। এমনকি ক্যামেরা, লাইট, সাউন্ডসহ নানা জিনিসের জন্যও নাকি কোনো খরচ হয়নি। সিনেমার সঙ্গে জড়িত কলাকুশলীরা একযোগে জানিয়েছেন, তারা এই সিনেমার জন্য এক পয়সায়ও নেননি।

প্রযোজকরা বলছেন, সিনেমার গল্পটা নাকি এতটাই ভাল সবাই শুধু ভালবাসার বিনিময়ে কাজ করতে রাজি হয়েছেন। সিনেমার শ্যুটিং ২০ দিনের মধ্যে সম্পূর্ণ হয়েছে। পরিচালকের দাবি, এত ভাল গল্প নিয়ে কাজ সাম্প্রতিককালে আর কোনো সিনেমায় দেখা যায়নি।

সবই যখন বিনামুল্যে হয়েছে, তবে সেই এক ডলারের খরচটা কোথায় হল, সেটা নিয়ে অবশ্য প্রযোজনা সংস্থা কিছুই জানায়নি।



মন্তব্য চালু নেই