এবার ভারতের রাজপথে আরব সেনারা, কেন জানেন?

নতুন বছরেই ভারত এবং আরব আমিরশাহির বন্ধুত্ব আরও জোরাল হয়ে উঠতে চলেছে৷ নতুন বছরে প্রজাতন্ত্র দিবসে প্রথমবার দিল্লির রাজপথে কুচকাওয়াজ করতে দেখা যাবে আরব সেনাবাহিনীকে৷ এর আগে ২০১৬ সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিয়েছিল ফরাসি সেনাবাহিনী।

চলতি বছর ভারতের প্রজাতন্ত্র দিবসে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আরব আমিরশাহীর রাজপুত্র শেখ মহম্মদ৷ তিনিই হলেন আরব সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার৷ ভারতের বিভিন্ন মিলিটারি ব্যান্ডের সঙ্গে এবার কুচকাওয়াজে পা মেলাবেন আরব আমিরশাহির সেনা জওয়ানরা৷ শেখ মহম্মদের এই ভারত সফর আগামিদিনে দু’দেশের সম্পর্ককে আরও দৃঢ় করে তুলবে বলেই মনে করছে বিশেষজ্ঞমহল৷ গত দু’বছরে এই দুই দেশের সম্পর্কে বেশ খানিকটা উন্নতি হয়েছে বলেও জানা গিয়েছে।

প্রসঙ্গত, আগামী ২০ জানুয়ারি ভারত এবং আরব আমিরশাহির মধ্যে হতে চলেছে বিশেষ আলোচনা৷ এই আলোচনায় ভারতের তরফে উপস্থিত থাকবেন এম জে আকবর এবং আরবের বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী আনওয়ার মহম্মদ গারগাশ।



মন্তব্য চালু নেই