এবার মুঠোফোনে টাকা পাঠাতে পারবে প্রবাসীরা

দেশে প্রথমবারের মতো মোবাইল ফোনে সরাসরি স্বজনদের কাছে রেমিট্যান্স (প্রবাসী আয়) পাঠাতে পারবেন প্রবাসীরা।

রোববার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে রেমিট্যান্স গ্রহণ অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। মাস্টার কার্ড, ওয়েস্টার্ন ইউনিয়ন ও বিকাশ যৌথভাবে এ সেবা চালু করেছে।

এ সেবার মাধ্যমে একজন বিকাশ গ্রাহক একটি একক লেনদেনের মাধ্যমে সর্বোচ্চ ৩৫ হাজার টাকা পাঠাতে পারবেন। দিনে পাঁচবার একজন লেনদেন করতে পারবেন। একদিনে সর্বোচ্চ এক লাখ ১৫ হাজার টাকা পাঠানো যাবে। এভাবে মাসে সর্বোচ্চ ২০ বার লেনদেন করা যাবে।

অনুষ্ঠানে বিকাশের প্রধান নির্বাহী কামাল কাদীর বলেন, বিকাশ গ্রাহকরা সরাসরি তাদের অ্যাকাউন্টে বিদেশ থেকে স্বজনদের পাঠানো অর্থ দিনরাত ২৪ ঘণ্টাই গ্রহণ করতে পারবেন। এটি দেশে-বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের জন্য একটি বিশাল সম্ভাবনা বয়ে এনেছে।

অনুষ্ঠানে ছিলেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আরেফ হোসেন, মাস্টার কার্ড গ্রুপ এক্সিকিউটিভ ম্যাথিউ ড্রাইভার ও ওয়েস্টার্ন ইউনিয়নের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জ্যাঁক ক্লড ফারাহ প্রমুখ।



মন্তব্য চালু নেই