এবার যে সকল জেলার জন্য সতর্কবাণী

আবহাওয়া অধিদফতর মঙ্গলবার (২৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের কোথাও কোথাও ভারীবর্ষণ এবং সেইসঙ্গে ঝড়ো হাওয়া হতে পারে বলে সতর্কবাণী দিয়েছে।

দুপুর ২টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ফরিদপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মননিসংহ ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে অস্থায়ীভাবে পশ্চিম ও উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা আরও অধিক বেগে কালবৈশাখী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এছাড়া, রাজশাহী ও ঈশ্বরদী অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানায়।



মন্তব্য চালু নেই