এবার সন্ধান পাওয়া গেল বিরল প্রজাতির দু’মুখো সাপের!

এই সাপের মাথা দুটি। কিন্তু শরীর একটাই। জেসন ট্যালবট নামে এক ব্যক্তি এই ছবি তোলেন। এই অদ্ভুত সাপের খবর জেসন ট্যালবটকে জানায় তার বন্ধু। শুনেই ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েন তিনি।

তিনি বলেন, ‘আমি সাপ এবং সরীসৃপ জাতীয় প্রাণী খুব পচ্ছন্দ করি, জীবনে শত শত সাপের ছবি তুলেছি। কামড়ও খেয়েছি। তবে আমার সৌভাগ্য যে সেগুলো ছিল বিষহীন।’

অবাক ব্যাপার হলো এই সাপের দুটি মাথার একটি কিন্তু বেশি আক্রমণাত্মক। সেই মাথাটি প্রায়ই অন্য মাথাটিকে আক্রমণ করে। তবে বাঁচতে হলে দুটি মাথাকেই এক সাথে কাজ করতে হয়, জানালেন মি. ট্যালবট।

বেশিরভাগ দু`মুখো সাপই কয়েক মাসের বেশি বাঁচে না। মি. ট্যালবট বলেন, প্রতি ১০ হাজার সাপের মধ্যে একটি সাপ দুই মাথা নিয়ে জন্ম নিতে পারে।-বিবিসি



মন্তব্য চালু নেই