এবার সরকারি অনুদান পেল ৭ ছবি

প্রতিবছরের ন্যায় এবারও সরকার ঘোষণা করল অনুদানপ্রাপ্ত ছবির তালিকা। ২০১৫-১৬ অর্থবছরে ৭টি চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জানা যায়, ১৪ জুন এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে মনোনীত ৭ ছবির ৮ জন নির্মাতাকে বিষয়টি জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা, মানবীয় মূল্যবোধসম্পন্ন জীবনমুখী, রুচিশীল ও শিল্পমান বিবেচনায় এ ছবিগুলো নির্বাচন করা হয়েছে।

অনুদান পাওয়া ছবিগুলো হলো-
১। শিশুতোষ ছবি ‘আঁখি ও তার বন্ধুরা’। মুহাম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে এটি পরিচালনা করবেন মোরশেদুল ইসলাম।

২। কামার আহমাদ সাইমন ও সারা আফরীন প্রযোজিত ‘শঙ্খধ্বনি’। এটি পরিচালনা করবেন কামার আহমাদ সাইমন।

৩। হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাস অবলম্বনে স্বনামের ছবিটি পরিচালনা করবেন মাকসুদ হোসাইন ও জয়া আহসান।

৪। বদরুল আনাম সৌদের গল্প ও পরিচালনায় ‘গহীন বালুচর’। এ

৫। কমল সরকারের চিত্রনাট্যে স্বপন চৌধুরীর পরিচালনায় ‘বৃদ্ধাশ্রম’।

৬। তুষার আবদুল্লাহ ও পান্থ প্রসাদের লেখা ‘সাবিত্রী’। এটি পরিচালনা করবেন পান্থ প্রসাদ।

৭। প্রামাণ্যচিত্র হিসেবে অনুদান পাচ্ছে ‘বধ্যভূমিতে একদিন’। এটির চিত্রনাট্য ও পরিচালনায় থাকছেন কাওসার চৌধুরী।



মন্তব্য চালু নেই