এবার স্মিথও ছিটকে গেলেন

চোটের ধাক্কা যেন সামলেই উঠতে পারছে না মহেন্দ্র সিং ধোনির দল রাইজিং পুনে সুপারজায়ান্টস। একটা ধাক্কা সামলে ওঠার আগেই আসছে আরেকটা বড় আঘাত।

কেভিন পিটারসেন, ফাফ ডু প্লেসিস, মিচেল মার্শের পর এবার আইপিএল থেকে ছিটকে গেলেন স্টিভেন স্মিথ। মাত্র ৯ দিনের ব্যবধানে চার-চারজন বিদেশি খেলোয়াড়কে হারাল পুনে!

গত সপ্তাহে হাতের কবজিতে চোট পান স্মিথ। আর সেটা সেরে না ওঠায় দেশে ফিরে যাচ্ছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক।

আগামী মাসে অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজ সফর। অধিনায়ককে নিয়ে তাই কোনো ঝুঁকি নিতে চায় না ক্রিকেট অস্ট্রেলিয়া। দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া চালাবেন স্মিথ।

এর আগে গত সপ্তাহে চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে পড়েন পিটারসেন ও ডু প্লেসিস। আর রোববার ছিটকে পড়েন মিচেল মার্শ। একদিন পরেই এ তালিকায় যুক্ত হলেন স্মিথ।

একে তো সাত ম্যাচের মাত্র দুটিতে জয়, তারমধ্যে চার বিদেশি খেলোয়াড়কে হারিয়ে বড় ধাক্কাই খেল ধোনির দল। অবশ্য এরই মধ্যে আরেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার উসমান খাজাকে দলে ভিড়িয়েছে তারা।



মন্তব্য চালু নেই