এমপিওভুক্তির তালিকায় এক হাজারের বেশি শিক্ষক-কর্মচারী

সেপ্টেম্বর মাসে নতুন এমপিওভুক্ত হচ্ছেন এক হাজার একশ একত্রিশ জন শিক্ষক ও কর্মচারী।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নয়টি অঞ্চল থেকে পাঠানো ও ২৫ সেপ্টেম্বর অধিদপ্তরে অনুষ্ঠিত এমপিওর সভায় উত্থাপিত তালিকা থেকে উল্লেখিত সংখ্যক শিক্ষক-কর্মচারীর তথ্য যাচাই করে এমপিওভুক্তির সুপারিশ করা হয়েছে।

এছাড়াও পদোন্নতি পাচ্ছেন ৩৩০ জন। আরো এক হাজার ৪৬০ জন বিভিন্ন স্কেল এবং ১৮৪ জন শিক্ষক-কর্মচারী বকেয়া পাচ্ছেন। মহাপরিচালক ২ রা অক্টোবর ফাইলে অনুমোদন দেবেন বলে আশা করছেন কর্মকর্তারা।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশ্বস্ত সূত্র এ খবর নিশ্চিত করেছন।

এদিকে চূড়ান্ত অনুমোদনের এমপিওশিটে সই করতে চান না শিক্ষা অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা্। তাদের মতে, বর্তমান পদ্ধতিতে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত উপজেলা-জেলা ও আঞ্চলিক অফিসের। অধিদপ্তেরের কর্মকর্তাদের হাতে কিছুই নেই তবু তারা কেন সই করবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানান, এমপিওর সভায় উপস্থিত থাকার সই থাকলেই পরবর্তীতে দুদকে ডাক পরে। অথচ অনেক কর্মকর্তা রয়েছেন যারা এমপিওভুক্তির সঙ্গে আদৌ জড়িত নন।



মন্তব্য চালু নেই