এমপিওভুক্ত শিক্ষকদের মে মাসের বেতনের চেক ব্যাংকে

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) অধীন বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন-ভাতার চেক ছাড় করা হয়েছে।

বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের এক চিঠির মাধ্যমে অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

মাউশির উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম সিদ্দিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেতন ছাড়ের বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এমপিওর ১২টি চেক ব্যাংকে পাঠানো হয়েছে। এর স্মারক নং-৩বি/০২হিঃ/২০১৫/৩৪৩০/৪-হিসাব, তারিখ ০৮/০৬/২০১৬ইং। ১৫ জুন পর্যন্ত শিক্ষকরা বেতন-ভাতা তুলতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রায় পাঁচ লাখ শিক্ষক-কর্মচারীর বেতন বিল প্রস্তুত হয় মঙ্গলবার। মন্ত্রণালয়ের অনুমোদন এবং মাউশি অধিদপ্তরের মহাপরিচালকের সই সবই হয়েছিল। তবে রাজধানীর ৪৫ নং পুরানা পল্টনে অবস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার দপ্তরের সার্ভার বিকল থাকায় টাকা ছাড় করতে একটু বিলম্ব হলো।



মন্তব্য চালু নেই