এমপি আজিজসহ ৬ জনের বিরুদ্ধে তদন্ত চূড়ান্ত

মানবতাবিরোধী অপরাধের মামলায় গাইবান্ধার সুন্দরগঞ্জের জামায়াতের প্রাক্তন এমপি আবদুল আজিজসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ চূড়ান্ত করেছেন তদন্ত সংস্থা।

রোববার ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার ধানমন্ডিস্থ কার্যালয়ে সংস্থার সমন্বয়ক আব্দুল হান্নান খান এ প্রতিবেদন প্রকাশ করেন। এ সময় তদন্ত কর্মকর্তা সানাউল হক উপস্থিত ছিলেন।

তাদের বিরুদ্ধে গণহত্যা, হত্যা, নির্যাতন, অপহরণ, অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে।

এর আগে গত ২৬ নভেম্বর একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা আবদুল আজিজসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

২০০৯ সালের ২৮শে সেপ্টেম্বর সুন্দরগঞ্জের পাঁচগাছী শান্তিরাম গ্রামের মৃত আলম উদ্দিনের ছেলে আজিজার রহমান সরকার বাদী হয়ে জামায়াত নেতা আবদুল আজিজের বিরুদ্ধে মামলা করেন। স্বাধীনতা যুদ্ধকালে আজিজার রহমানের বড় ভাই ফয়েজ উদ্দিনকে নির্যাতনের পর হত্যার অভিযোগে ওই মামলাটি করা হয়। অপরদিকে ধর্মপুর গ্রামের আকবর আলীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা আবদুল আজিজের বিরুদ্ধে আরেকটি মামলা করেন আনিছুর রহমান। এ ছাড়া তার বিরুদ্ধে আরো অভিযোগ রয়েছে।

গত বছরের ২০ শে নভেম্বর প্রাক্তন এমপি আবদুল আজিজের বিরুদ্ধে তদন্ত কাজ শুরু করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।



মন্তব্য চালু নেই