‘এরশাদ ও রওশনকে মিল করে দিয়েছি’

বিশেষ প্রতিনিধি, সাতক্ষীরা: ‘রংপুরে এরশাদ ও রওশন এরশাদকে মিল করে দিয়েছি’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাঁ।

শনিবার দুপুরে তিনি স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে এ সময় প্রতিমন্ত্রী বলেন, ওয়ান ইলেভেনে আমাদের নেতা-কর্মীরা ব্যাপক অত্যাচার-নির্যাতন সহ্য করেছে। ক্ষমতার বাইরে থাকলে হামলা-মামলার শিকার হতে হতো, যে শক্তি আমাদের নেই।

সম্মেলনে জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শুনীল শুভ রায়, সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান স ম সালাউদ্দিন, অ্যাডভোকেট আব্দুর রউফ, মাতুলব হোসেন লিয়ন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু প্রমুখ।

পরে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শুনীল শুভ রায় জেলা জাতীয় পার্টির আংশিক কমিটি ঘোষণা করেন।

কমিটিতে যথাক্রমে শেখ আজহার হোসেন ও আশরাফুজ্জামান আশুকে সভাপতি-সাধারণ সম্পাদক করা হয়েছে।



মন্তব্য চালু নেই