এশিয়াকাপ জিতলে বাংলাদেশের অবস্থান যা হবে!

বাংলাদেশ এরই মধ্যে চমক দেখিয়েছে। সর্বশেষ ৩টি এশিয়াকাপের মধ্যে দুইবারই ফাইনালে উঠেছে বাংলাদেশ।

মাশরাফিরা এখন ভারকে হারিয়ে অনন্য মাইলফলক ছোঁয়ার অপেক্ষায়। আর এই কীর্তিটি দেশের ক্রিকেটে যোগ হলেই বাজিমাত। টাইগাররা এশিয়াকাপ জিতলে আইসিসিতে বাংলাদেশের অবস্থান কি হবে?

এ প্রশ্নের জবাব হলো, আইসিসিতে বাংলাদেশের বেশ উন্নতি হবে। র‌্যাঙ্কিংয়ে বেশ উন্নতির সম্ভাবনা থাকছে। প্রথমবারের এশিয়াকাপ জিতে ইতিহাস গড়বে বাংলাদেশ।

অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সবাই ফেবারিট বলছে ভারতকে। এবারের এশিয়াকাপের জন্যও ক্রিকেটের সব বোদ্ধারা ভারতকে ফেবারিট ভাবছে। কারও কারও ধারনা একপেশে হতে পারে ম্যাচ।

বাংলাদেশের ক্রিকেটাররা নাকি ভারতের বিপক্ষে লড়াই জমিয়ে তুলতেই পারবে না। তবে এখান থেকে চেতনা নিয়ে নিয়ে বাংলাদেশ যদি ভারতকে নাকানিচুবানি খাওয়াতে পারে তবেই হৈ চৈ শুরু হয়ে যাবে প্রতিটি ক্রিকেট বিশ্বে।

ষোল কোটি মানুষের রয়েছে এমন প্রত্যাশা। তবে টাইগাররা এই প্রত্যাশা পূরণে কতটা সক্ষম হয় সেটি দেখার বিষয়। টাইগারপ্রেমীরা মুখিয়ে আছেন ৬ মার্চ ভারত ও বাংলাদেশের মহাযুদ্ধের জন্য।



মন্তব্য চালু নেই