এশিয়াজুড়ে ছড়াতে পারে জিকা : ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে বলেছে, এশিয়ার বিভিন্ন দেশে মশাবাহিত জিকা ভাইরাস ছড়ানোর শঙ্কা অনেক বেশি।

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ডব্লিউএইচওর এক আঞ্চলিক বৈঠকে এ সতর্কবার্তা দেওয়া হয়।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরে জিকা ভাইরাসে কয়েকশ লোক আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। একই অঞ্চলের আরেক দেশ থাইল্যান্ডে জিকাবাহিত রোগ মাইক্রোসিফালিতে (ছোট মাথা নিয়ে জন্মানো) দুই শিশুর আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।

সারা বিশ্বে ৭০টি দেশে জিকায় আক্রান্ত রোগী পাওয়া গেছে। এর মধ্যে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কমপক্ষে ১৯টি দেশে এ ভাইরাস শনাক্ত হয়েছে।

এ বিষয়ে ডব্লিউএইচওর পরিচালক মার্গারেট চ্যান বলেন, এখনো এই ভাইরাস প্রতিরোধের উপায় খুঁজছেন বিশেষজ্ঞরা। ম্যানিলায় অনুষ্ঠিত বৈঠকে তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত, বিজ্ঞানীদের কাছে এখনো জটিল অনেক প্রশ্নের উত্তর নেই।’

জিকা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির খুব বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা কম। তবে এ ভাইরাসে আক্রান্ত গর্ভবতী নারীরা মারাত্মক ঝুঁকিতে থাকেন। কারণ, জিকায় আক্রান্ত শিশুর জন্মগত নানা ত্রুটি থাকে। এমনকি শিশু ছোট মাথা নিয়ে জন্মাতে পারে।

এশিয়ায় বহু আগে এ ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। তবে সর্বশেষ ব্রাজিলে এটি মহামারী আকারে দেখা দেয়।



মন্তব্য চালু নেই