এসএসসিতে রাজশাহী শিক্ষা বোর্ডের ৩০৬ শিক্ষার্থীর ফল পরিবর্তন

সরকার দুলাল মাহবুব, রাজশাহী থেকে: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠিত এবারের এসএসসি (মাধ্যমিক) পরীক্ষায় উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়েছে।

এতে রাজশাহী শিক্ষা বোর্ডে মোট ৩০৬ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বোর্ডের নিজস্ব ওয়েবসাইটেও ফলাফল পাওয়া যাচ্ছে।

রাজশাহী বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৭৪ জন। আর ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন চারজন। অন্যরা বিভিন্ন গ্রেড পয়েন্ট অর্জন করে পাস করেছেন পরীক্ষায়।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের জানান, আবেদনকারীর তুলনায় ফলাফল বদলে যাওয়ার ঘটনা অনেক কম।

এর পরেও এ ধরণের ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে পরীক্ষকদের খাতা মূল্যায়নে আরও যতœবান হওয়ার পরামর্শ দেওয়া হবে।

সূত্র জানায়, এর আগে গত ১১ মে রাজশাহীসহ সারাদেশে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ফলাফলে রাজশাহী বোর্ড পাসের হারে সারাদেশের ১০টি শিক্ষা বোর্ডের মধ্যে শীর্ষে অবস্থান করে। ফলাফল প্রকাশের পর ১২ মে থেকে ১৮ মে পর্যন্ত খাতা পুনঃনিরীক্ষণের আবেদনপত্র গ্রহণ করা হয়। এতে ৩০ হাজার ৪০৩ জন ছাত্র-ছাত্রী আবেদন করে।



মন্তব্য চালু নেই