এসপির স্ত্রী মিতু হত্যাকাণ্ডে মাইক্রোবাস চালক যা স্বীকার করলেন

চট্টগ্রামে পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যাকাণ্ডে ব্যবহৃত মাইক্রোবাস চালক হত্যাকাণ্ড দেখার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।

বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এ কথা জানান অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডটি নিজ চোখে দেখলেও মাইক্রোবাস চালক জানে আলম হত্যার সাথে জড়িত আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পরপরই সিসিটিভির ফুটেজে তিনজন মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার সময় মাইক্রোবাসটিকেও চলে যেতে দেখা যায়।

এরপর নগরীর আরো বিভিন্ন স্থানের সিসিটিভিতেও মাইক্রোবাসটির সন্দেহজনক গতিবিধি গোয়েন্দা পুলিশের নজরে আসে। ঘটনার পর থেকে মাইক্রোবাসটিকে উদ্ধারে অভিযান চালানো হয়।

এরই পরিপ্রেক্ষিতে গতকাল রাতে কালো মাইক্রোবাসটিকে জব্দ করে পুলিশ। আটক করা হয় মাইক্রোবাসের চালক জানে আলমকেও।



মন্তব্য চালু নেই