এসি মিলানে বালোতেল্লি

ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুল থেকে ধারে এসি মিলানে খেলতে গেছেন ইতালির ফরোয়ার্ড মারিও বালোতেল্লি। এক বছরের জন্য ইতালিতে এসেছেন ‘ব্যাড বয়’ খ্যাত এই তারকা।

গত মৌসুমে লিভারপুলে সুবিধা করতে পারেননি বালোতেল্লি। ক্লাবের হয়ে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন মাত্র একবার। তার ওপর আস্থা রাখতে পারছিল না ক্লাবটি। এজন্য তাকে মিলানে পাঠিয়ে দিয়েছে ইংলিশ দলটি।

২৫ বছর বয়সী বালোতেল্লিকে পেতে ১৬ মিলিয়ন পাউন্ড খরচ করেছিল লিভারপুল। কিন্তু পারফর্ম দিয়ে লিভারপুল কর্তাদের মন ভরাতে পারেননি তিনি। তাই এ মৌসুমে তাকে ছাড়াই শিরোপা জেতার ছক কষেছে দলটি। এক বছরের জন্য বালোতেল্লিকে ধারে মিলানে পাঠিয়ে দিয়েছে লিভারপুল।

অবশ্য পুরনো ক্লাবে ফিরে মন খারাপ করে বসে থাকেননি বালোতেল্লি। যোগ দেওয়ার পরই অনুশীলন করেছেন তিনি। মিলানে আসার পর বালোতেল্লি বলেছেন, ‘কথা নয়, আমি এখানে কাজ করতে এসেছি। এখানে এসে আমি খুশি।’



মন্তব্য চালু নেই