এ্যানীকে স্থায়ী জামিন নয় কেন?

সাবেক ছাত্রদল সভাপতি এবং বিএনপির কেন্দ্রীয় নেতা শহিদ উদ্দিন চৌধুরী এ্যানীকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী ২ সপ্তাহের মধ্যে সরকার ও দুদককে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) এ বিষয়ে দায়ের করা এক আবেদনের শুনানি করে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

তথ্য গোপন এবং আয়বহির্ভূত সম্পদের অভিযোগ এনে এ্যানীর বিরুদ্ধে রমনা থানায় মামলা করে দুদক। তিনি গত ২৮ জানুয়ারি সে মামলায় জামিন চেয়ে ঢাকার একটি আদালতে আত্বসমর্পণ করলে শুনানি করে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিম্ন আদালতের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন বিএনপির এ নেতা। শুনানি শেষে আজ আদালতে এ আদেশ দেন।



মন্তব্য চালু নেই