এ বছরের বিশ্বের সেরা দশ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ, দেখুন ছবিসহ…

সেন্টার ফর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস (সিডাব্লিউইউআর) এ বছরের বিশ্বের সেরা বিশ্ব বিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। এ বছরেও শীর্ষে রয়েছে আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।

বিশ্বের সেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২২৪টি আমেরিকার, ৯০টি চীনের, ৭৪টি জাপানের এবং ৬৫টি রয়েছে ব্রিটেনে।

মান বিচারে ৮টি বিষয় বিবেচানা করা হয়েছে। শিক্ষার মান, প্রাক্তর শিক্ষার্থীদের কর্মে নিয়োগ এবং প্রভাব ইত্যাদি রয়েছে শর্তের মধ্যে।

সিডাব্লিউইউআর জানায়, তাদের এ তালিকা প্রস্তুতে কোনো জরিপ বা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কোনো তথ্য-উপাত্তের ওপর নির্ভর করা হয়নি। এখানে দেখে নিন এ বছর বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের নাম।

university10

১০. ইয়েল ইউনিভার্সিটি, আমেরিকা।

university9

৯. প্রিন্সটন ইউনিভার্সিটি, আমেরিকা।

university8

৮. ইউনিভার্সিটি অব শিকাগো, আমেরিকা।

university7

৭. ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া অ্যাট বার্কেলে।

university6

৬. কলাম্বিয়া ইউনিভার্সিটি, আমেরিকা।

university5

৫. ইউনিভার্সিটি অব অক্সফোর্ড, ব্রিটেন।

university4

৪. ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ, ব্রিটেন।

university3

৩. ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনলজি, আমেরিকা।

university2

২. স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, আমেরিকা।

university1

১. হার্ভার্ড ইউনিভার্সিটি, আমেরিকা।

সূত্র : বিজনেস ইনাসাইডার



মন্তব্য চালু নেই