এ বাচ্চার ভিডিওটি নিয়ে তোলপাড় ইউটিউব! কি আছে এতে?

এই তথ্য-প্রযুক্তির যুগে প্রতিদিনই আমরা নতুন নতুন কত কিছুই না দেখছি। বিশেষ করে ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন দুর্দান্ত সব ভিডিও আপলোড করা হয় পুরো পৃথিবী জুড়ে । তবে এর অনেক ভিডিওকেই বলা হয় ফেক। আবার অনেক ভিডিওই আসল।

হ্যাঁ, এমন ফেক আর আসল ভিডিওর মাধ্যমে একটি ভিডিও রীতিমতো সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃস্টি করেছে। বর্তমানে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায়

ভাইরাল । এটা ফেক না আসল সেটা আপনিই দেখেই সিদ্ধান্ত নিন ।

শুধু এটুকু বলে দেওয়া যায় যে, ক্রিস এবং কিলান ক্রনিকলেস এই ভিডিওটি যেদিন ইউটিউবে আপলোড করেন, শুধুমাত্র সেইদিনই এই ভিডিওটি দেখেছিলেন ২০ লক্ষেরও বেশি মানুষ ।

এই ভিডিওটিতে যে বাচ্চাটিকে দেখা যাচ্ছে, তার নাম কোনার। রাতে কোনার তার ছোট্ট দোলনায় শুয়ে ছিল। হঠাৎই সে দোলনার উপরে সরু কাঠের উপর উঠে পড়ে। তারপর সে তারস্বরে চিতৎকার জুড়ে দেয়। এরপরই সে দুম করে লুটিয়ে পড়ে নিচে।

অনেকেই এই ভিডিওর মধ্যে শুধু বাচ্চাটির খাটের উপর উঠে পড়া নয়, অনেক কিছুতেই অস্বাভাবিকত্ব দেখতে পাচ্ছেন। দেখুন তো আপনিও তেমন কিছু মনে করেন কিনা? নাকি আপনার কাছে এটি খুবই স্বাভাবিক ঘটনা? ভিডিও দেখে নিজেই সিদ্ধান্ত নিন।



মন্তব্য চালু নেই