এ যেন এক অবাক চা পান!

নোটবাতিলে সমস্যা থেকে সমর্থন, বনধ থেকে প্রশংসা, উঠে আসছে সব ধরনের ছবিই৷ কিন্তু এর মাঝেই অন্য একটি ছবি দেখলে তাজ্জব হয়ে যাবেন আপনারা৷ গুজরাটের একটি বিয়েবাড়িতে আমন্ত্রিতরা কি খেলেন জানেন? চলুন বাকিটা জেনে নিই নীচের গল্প পড়ে…

সুরাটে পরজিয়া জাতির একটি বিয়ের অনুষ্ঠানে বরযাত্রীরা এসেছিলেন মহা ধুমধাম করে৷ তবে বরযাত্রীদের অভ্যর্ত্থনায় যেখানে কনেপক্ষ তটস্থ থাকে, সেখানে সুরাটের এই অনুষ্ঠান বাড়ির ছবিটা একেবারেই অন্যরকম একটা দৃষ্টান্ত তুলে ধরল তা বলাই যায়৷ রাতের খাবার তো দুরস্ত, জলযোগে কেবলমাত্র হাজির গরম গরম চা৷ বরযাত্রী প্রথমে একটু অবাক হলেও, পরে তাঁরা মহাসমারোহে চা পান করেই এই বিয়ের অনুষ্ঠানে শেষ পর্যন্ত থাকেন৷আসলে সবই নোট বাতিলের খেল৷ নোট বাতিল আর বদলের বাজারে প্রভাব পড়েছে আমআদমির অনেক কাজেই৷ আর বিয়ের মতো এমন একটি অনুষ্ঠানে যে পরিমাণ প্রস্তুতি থাকে, তা পর্যাপ্ত টাকার অভাবে সামলে উঠতে পারেননি কনেপক্ষ৷ তাহলে কি বিয়েই বাতিল? না, কখনোই নয়৷ বরঞ্চ সাহস করে এমন এক অভিনব পদক্ষেপ নিয়েই ফেললেন তাঁরা৷ শুধু মুখে নয়, বরযাত্রীকে সাদর আমন্ত্রণ জানালেন গরমগরম চা-এর মাধ্যমে৷

নোট বাতিলের ‘গোলযোগে’ বরযাত্রীদের ‘জলযোগে’ বরাদ্দ শুধু ‘চা’৷ ক্ষতি কি৷ মন্দার বাজারে এই অনেক৷ কি বলেন?



মন্তব্য চালু নেই