কলারোয়া (সাতক্ষীরা) সংবাদ

ঐতিহ্যবাহী ঘোড়াখেলা ধরে রাখতে ৬৫ বছরের বৃদ্ধ মোবারেক এখন গ্রামে গ্রামে

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়াখেলা বা বাইচ দেখা মেলে না। বাপ দাদার ঐতিহ্য ধরে রাখতে সাতক্ষীরার দারিদ্র ৬৫ বছরের বৃদ্ধ মোবারেক সরদার । তিনি সাতক্ষীরা সদরের কামারবাসা গ্রামের মৃত আছির উদ্দিন সরদারের ছেলে। গতকাল বেলা ৪টার দিকে দেখা মেলে কলারোয়া উপজেলার বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজের সামনে। কথা বলেতে বের হয়ে আসে তার করুন দূর্দশার কথা। তিনি বলেন, পিতা মারা যাওয়ার পর যখন তার ১৬ বছর বয়স সেই থেকে ঘোড়ায় চড়ে এ গ্রাম সে গ্রাম করে ছোট ছোট শিশুদের খেলা দেখিয়ে যে রোজগার হয় তা নিয়ে বাড়ীতে এসে মায়ের কাছে দিতো। এর পর বড় হয়ে তিনি বিয়ে করেন। সময়ের পরিবর্তনের সাথে সাথে বয়স ও বৃদ্ধ হলো। সংসারে একে একে ৪ছেলে ১মেয়ে জন্ম নিল। তিনি বাপ দাদার ঐতিহ্য ধরে রাখতে এখন পর্যন্ত সাতক্ষীরা জেলাসহ দেশের বিভিন্ন স্থান ছাড়াও ভারতে ঘোড়া বাইচ খেলায় অংশ গ্রহন করেন। সত্য পথে সত্য রোজগার করে এক ছেলে আজ কলেজে পড়া লেখা করছে। অন্য ৩ ছেলের মধ্যে ২ছেলে কৃষি কাজ করে। অন্য এক ছেলে ব্যবসা করেন। সাথে এক মেয়েকেও বিবাহ দেয়া হয়েছে। তার কিছূ কৃষি জমিও রয়েছে। এখন ঘোড়া খেলা দেখাতে দেখাতে তার এটা পেশায় পরিনত হয়েছে। বৃন্ধ বয়সেও তিনি ঘোড়া নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ান। তার সাথে ঘোড়াও বয়স হয়েছে। বর্তমানে ঘোড়াটির বয়স এখন ৭৫বছরের মতো। তিনি সাংবাদিকদের বলেন, এই ঘোড়া খেলা দেখায়ে বিভিন্ন স্থান থেকে নগদ টাকা, টেলিভিশন, ফ্রিজ,বাইসাইকেল উপহার নিয়ে আসেন। র্বতমানে ঘোটির মূল্য ১লাখ টাকার মতো। ঘোড়াটির খাদ্য হিসাবে দেওয়া হয় কাচা ছোলা, সিদ্ধ ধান, কুড়ার পালিশ। প্রতিদিন ঘোড়াটির খাদ্যর জন্য খরচ হয় ২শত টাকার মতো। ঘোড়াটি এখনও ঘন্টায় ৪০/৫০ কিলোমিটার দৌড়াতে পারে। কলারোয়া উপজেলার কেড়াগাছি ইউপি চেয়ারম্যান ভুট্টো লাল গাইন ঘোড়াটি দেখে প্রশাংসা করেন এবং ঘোড়ার পিঠে চড়ে বোয়ালিয়া ইউনিয়ন পরিষদ চত্বে ঘুরে দেখেন।

কলারোয়ার কুশোডাঙ্গায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

0k (2)
গতকাল শনিবার বিকাল ৩টায় উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজিবী সমিতির উদ্যোগে ও কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস এর সহযোগিতায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস -২০১৪ উপলক্ষে এক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কুশোডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি রাম প্রসাদ দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুশোডাঙ্গা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসলামুল আলম আসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য নাইস আরা, আনোয়ারা বেগম,সাংবাদিক ইব্রহিম খান, নিকাহ রেজিস্টার মাওলানা নরুল হক প্রমুখ। অনুষ্ঠানে প্রতিপাদ্য বিষয়ে আলোচনা করেন সমিতির সলিসিটর সাকিবুর রহমান। সহযোগিতায় ছিলেন প্যারালিগ্যাল জেসমিন নাহার। উক্ত অনুষ্ঠানে নারী নির্যাতন, আইনগত অধিকার ও নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয়।



মন্তব্য চালু নেই