ওবামা-দালাইলামা বৈঠকের নিন্দা চীনের

চীনের আপত্তি সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউসে দালাইলামার সঙ্গে একান্ত বৈঠক করতে যাচ্ছেন। নির্বাসিত তিব্বতি বৌদ্ধ নেতার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের এ বৈঠক পরিকল্পনার নিন্দা জানিয়েছে বেইজিং। চীন দালাইলামাকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে বিবেচনা করে থাকে। খবর বিবিসির।

এর আগেও এ দুই নেতা বেশ কয়েকবার সাক্ষাৎ করেছেন। হোয়াইট হাউসে তাদের মাঝে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে। বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ বৈঠকের নিন্দা জানিয়েছেন।

মুখপাত্র লু ক্যাঙ বলেন, যুক্তরাষ্ট্র যদি এই বৈঠকের পরিকল্পনা নেয়, তাহলে তা তিব্বতের স্বাধীনতাকামী ও বিচ্ছিন্নতাবাদীদের ভুল বার্তা দেবে। একই সঙ্গে চীন-যুক্তরাষ্ট্রের পারস্পরিক আস্থা ও সহযোগিতায় ক্ষতি করবে।

এর আগে ওবামা তিব্বতের এই বৌদ্ধ নেতাকে ‘ভালো বন্ধু’ বলে মন্তব্য করেছেন। চীনা শাসনের বিরুদ্ধে ১৯৫৯ সালে এক ব্যর্থ বিদ্রোহের পর ভারতে পালিয়ে যান দালাইলামা।

এই বৌদ্ধ নেতা তিব্বতের স্বায়ত্তশাসনের দাবিতে জোরালো দাবি জানিয়ে আসছেন। কিন্তু চীন তার বিরুদ্ধে স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ডে উৎসাহিত করছেন বলে অভিযোগ করে আসছে।



মন্তব্য চালু নেই