ওবামা বললেন- ‘বিদায় ওবামা’

ডেমোক্রেটিক ও রিপাবলিকান উভয় দল ও দলীয় নেতা এবং নিজেকে নিয়ে কৌতুক করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

হোয়াইট হাউসের প্রতিবেদকদের সম্মানে দেওয়া শেষ ভোজসভায় হাস্যরসের মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন ওবামা। এ ভোজসভায় হোয়াইট হাউসের প্রতিবেদকদের পাশাপাশি যোগ দেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রাজনীতিক, সিনেমা ও বিনোদনজগতের নামি তারকারা।

প্রেসিডেন্ট হিসেবে টানা আট বছর ক্ষমতায় থাকার সময় শনিবার অষ্টম বার ও শেষ বারের মতো হোয়াইট হাউসের প্রতিবেদকদের সম্মানে ভোজসভার আয়োজন করেন ওবামা। গত বছরগুলোয় ভোজসভায় ছিলেন এবারের রিপাবলিকান পার্টির এগিয়ে থাকা সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ওবামার কৌতুকের টার্গেটে থাকতেন তিনি। কিন্তু এবার তিনি ভোজসভায় উপস্থিত ছিলেন না।

ভোজসভায় বক্তব্যের শেষে হঠাৎ মাইক ফেলে ওবামার মঞ্চ ছাড়ার ঘটনা ছিল নাটকীয়। এ সময় করতালির মাধ্যমে সবাই তাকে উচ্ছ্বসিত অভিনন্দন জানান। ওবামার কৌতুকের চুম্বক অংশ তুলে ধরা হলো-

ট্রাম্প সম্পর্কে
‘তিনি (ট্রাম্প) তাদের সবচেয়ে পছন্দের মনোনয়নপ্রত্যাশী হওয়ায় রিপাবলিকান-ভিত্তি বিশ্বাসহীন হয়ে পড়েছে। তারা বলছেন, প্রেসিডেন্ট হওয়ার মতো পররাষ্ট্রনীতির অভিজ্ঞতার অভাব রয়েছে তার। কিন্তু সত্যি কথা বলতে কি, কয়েক বছর ধরে তিনি বিশ্বজুড়ে বিভিন্ন নেতার সঙ্গে বৈঠক করেছেন। এসব নেতারা হলেন : মিস সুইডেন, মিস আর্জেন্টিনা, মিস আজারবাইজান।’

‘এ ভোজসভা ডোনাল্ডের জন্য কি খুব হালাকা বিষয়? তবে এর পরিবর্তে তিনি সম্ভাব্য কী করছেন? তিনি কি বাড়ি বসে ট্রাম্প স্টিক (গরু বা মাছের পুরু ফালি) খাচ্ছেন? আঙ্গেলা ম্যারকেলকে অপমান করে টুইট করছেন? কী করছেন তিনি?’

টেড ক্রুজ সম্পর্কে (এবং ওবামার যুক্তরাষ্ট্রে না জন্মানোর অভিযোগ প্রসঙ্গে)
‘টেডের জন্য ছিল খুবই কঠিন এক সপ্তাহ। তিনি ইন্ডিয়ানা গেলেন … একটি বাস্কেটবল কোর্টে দাঁড়ালেন এবং বাস্কেটবল হুপকে তিনি বাস্কেটবল রিং বললেন। তার শব্দভান্ডারে আর কিইবা আছে? বেসবল স্টিকস, ফুটবল হ্যাটস, কিন্তু তিনি নিশ্চিত, আমি একজন বিদেশি!’

রিপাবলিকান দ্বন্দ্ব সম্পর্কে
‘রিপাবলিকানদের শেষটা কখনো ভালো হয় না।’ রিপবালিকান পার্টির চেয়ারম্যান রেইন্স প্রাইবাসের উদ্দেশে ওবামা বলেন, ‘সফলতার জন্য আপনাকে সাধুবাদ জানাই। রিপাবলিকান পার্টি, মনোনয়ন প্রক্রিয়া, সবই ভালো চলছে।’

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সম্পর্কে
‘সম্প্রতি কেউ কেউ আমাকে বলছেন, মি. প্রেসিডেন্ট আপনি পুরোনো হয়ে গেছেন। জাস্টিন ট্রুডো আপনার জায়গা দখল করেছেন। তিনিই খুবই হ্যান্ডসাম, উৎফুল্ল। তিনিই ভবিষ্যৎ। এর উত্তরে আমি বলি, জাস্টিন, একটু ক্ষান্ত দাও।’

রিপাবলিকানদের নির্বাচনী সুর সম্পর্কে
‘আট বছর আগে আমি বলেছিলাম, আমাদের রাজনীতির সুর পরিবর্তন করতে হবে। সে সময়ের কথা ভেবে বলছি, আমি পরিষ্কারভাবে আমার অবস্থানে আরো দৃঢ় হয়েছি।’

ওবামা কতটা কৃষ্ণাঙ্গ- এ প্রসঙ্গে
‘ইংল্যান্ডে আমি মহামান্য রানির সঙ্গে খাবার খেয়েছি। শেক্সপিয়ারের নাটকের প্রদর্শনী উপভোগ করেছি। ডেভিড ক্যামেরন আমার সঙ্গে ছিলেন। এখনো যদি কেউ বিতর্ক করে থাকেন, আমি কতটা কৃষ্ণাঙ্গ- আমার মনে হয়, ওইসব ঘটনায় এর মীমাংসা হয়েছে।’

মঞ্চ ছাড়ার সময়
মঞ্চ ছাড়ার আগে নাটকীয়ভাবে ওবামা বললেন, ‘বিদায় ওবামা।’ এরপর মাইক্রোফোন ফেলে দিয়ে বেরিয়ে যান ওবামা এবং উপস্থিত সবাই মুহুর্মুহু করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানান।

তথ্যসূত্র : বিবিসি অনলাইন।



মন্তব্য চালু নেই