ওমর সুলতান ফাউন্ডেশনের শীতবস্ত্র পূর্বাশার আলোকে হস্তান্তর করলেন চসিক মেয়র

দেশের সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান ওমর সুলতান ফাউন্ডেশনের ধারাবাহিক শীতবস্ত্র বিতরণ কর্মসূচির অংশ হিসেবে অদ্য ২৩ জানুয়ারি শিশু কিশোর সংগঠন পূর্বাশার আলোকে চসিক মেয়র কক্ষে শীতবস্ত্র হস্তান্তর করা হয়। সুবিধাবঞ্চিত বিভিন্ন শ্রেণী বয়সের মানুষের মাঝে বিতরণের জন্য দেয়া ওমর সুলতান ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত শীতবস্ত্র হস্তান্তর করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম.নাছির উদ্দিন।

পূর্বাশার আলো’র কেন্দ্রীয় সভাপতি নোমান উল্লাহ বাহার’র সভাপতিত্বে অনুষ্ঠিত হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ’র সম্পাদক সৈয়দ উমর ফারুক, ওমর সুলতান ফাউন্ডেশনের পরিচালক নজরুল ইসলাম, চসিক কাউন্সিলর আবিদা আজাদ, সমাজসেবী ও ব্যবসায়ী হাজি মো. সাহাবুদ্দিন, সংগঠক ফয়সাল বিন কাসেম, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য বোরহান উদ্দিন গিফারী, হাটাজারী ছাত্র সমিতি’র সভাপতি মেজবাহ উদ্দিন প্রমূখ।

অনষ্ঠানে মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেন, শীতার্ত অসহায় মানুষের শীত নিবারণের মাধ্যমে ওমর সুলতান ফাউন্ডেশন মানবতার কল্যাণে অভূতপূর্ব অবদান রেখে চলছে, যা সমাজের জন্য অনুপম দৃষ্টান্ত। এ সময় মেয়র পূর্বাশার আলোর নেতৃবৃন্দকে প্রান্তিক পর্যায়ে যথাযথভাবে শীতার্তদের নিকট শীতবস্ত্রসমূহ পৌঁছে দেয়ার অনুরোধ জানান। পরিশেষে মেয়র ওমর সুলতান ফাউন্ডেশনকে ধন্যবাদ জ্ঞাপন করেন।



মন্তব্য চালু নেই