বাংলাদেশ-ভারত ওয়ানডে সিরিজ

ওয়ানডে সিরিজ নিয়ে আশাবাদী মুশফিক

ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যান এবং বোলাররা খুব একটা আলো ছড়াতে পারেননি। তবে ওয়ানডে সিরিজে স্বাগতিকরা দারুণভাবে ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস করেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকু রহিম।পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো করায় মহেন্দ্র সিং ধোনির দলের বিপক্ষে ওয়ানডেতে ভালো করবে বলে আশাবাদ শোনান এই টাইগার উইকেটরক্ষক ব্যাটসম্যান।

২০১২ সালে বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপে ভারতকে হারানোর দারূন স্মৃতি রয়েছে বাংলাদেশের। এমনকি সেবার ভারত ও শ্রীলংকাকে পেছনে ফেলে স্বাগতিক বাংলাদেশ খেলেছিল এশিয়া কাপের ফাইনালে। তাই টেস্টে খারাপ করলেও ওয়ানডে সিরিজ নিয়ে দারুণ আশাবাদী মুশফিক।

ওয়ানডে সিরিজ নিয়ে মুশফিক বলেন, ‘ধারাবহিক দল তো অবশ্যই। আমাদের হোম কন্ডিশনে আমরা খুবই ভালো ক্রিকেট খেলছি। বিশ্বকাপে বাইরেও খুব ভালো খেলেছি। তার একটাই কারণ, আমাদের ব্যাটসম্যান-বোলাররা দারুণ ফর্মে আছে। তারা যদি তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারে তাহলে আমার মনে হয়, ভারত যতোই শক্তিশালী হোক, তারপরও এশিয়া কাপে তাদের বিপক্ষে ২৯০ তাড়া করে জিতেছি। সেদিক থেকে বলবো যে আমাদের আত্মবিশ্বাস আছে।’

তবে আবাহওয়া খানিকটা ভাবাচ্ছে মুশফিককে। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা যদি ভালো পারফর্ম করি অবশ্যই আমরা ওয়ানডে সিরিজে ভালো করব। তবে বাকিটা তো আবহাওয়ার উপর। এখন যদি কার্টেল ওভার হয় তো আমাদের ওই ভাবে মানসিকভাবে প্রস্তত থাকতে হবে। ২০ ওভার বা আরও কম ওভার যদি খেলা হয় বা রিজার্ভ ডে যদি খেলা হয়, আমাদের সবকিছু ওইভঅবে প্ল্যান করা থাকবে এবং আশা করছি খুবই টাফ (কঠিন) একটা ওয়ানডে সিরিজ হবে।’



মন্তব্য চালু নেই