ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি বাউন্ডারি মেরেছে যারা

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বাউন্ডারি মারার রেকর্ডে প্রথম স্থানে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলে সাবেক অধিনায়ক শচিন টেন্ডুলকার। দ্বিতীয় স্থানে আছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক জয়সুরিয়া। এই তালিকায় জয়সুরিয়ার সতীর্থ সাঙ্গাকারা ১৪১৪ টি বাউন্ডারি মেরে জায়গা পেয়েছেন তৃতীয় স্থানে।

আসুন এক নজরে দেখেনি, কোন খেলোয়াড় কয়টা চার, কয়টা ছয়, সর্বমোট কতোটা বাউন্ডারি মেরে কতো রান করেছে।

ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি বাউন্ডারি মেরেছে যারা:

মর্যাদাক্রম     খেলোয়াড়   ম্যাচ     রান     চার     ছয়     মোট বাউন্ডারি
১.শচিন টেন্ডুলকার:   ৪৬৩    ১৮৪২৬  ২০১৬     ১৯৫       ২২১১
২.জয়সুরিয়া:       ৪৪৫     ১৩৪০৩০     ১৫০০     ২৭০       ১৭৭০
৩.সাঙ্গাকারা:         ৩৯৭     ১৩৬৯৩     ১৩৩৩     ৮১       ১৪১৪
৪.রিকি পন্টিং:        ৩৭৫     ১৩৭০৪     ১২৩১     ১৬২       ১৩৯৩
৫.সৌরভ গাঙ্গুলি:      ১৩১     ১১৩৬৩     ১১২২     ১৯০       ১৩১২
৬.অ্যাডাম গিলক্রিস্ট:   ২৮৭     ৯৬১৯     ১১৬২     ১৪৯       ১৩১১
৭.ভীরেন্দ্র শেবাগ:      ২৫১     ৮২৭৩     ১১৩২     ১৩৬       ১২৬৮
৮.ক্রিস গেইল:        ২৬৩     ৮৮৮১     ১০২৪     ২১৩       ১২৩৭
৯.মাহেলা জয়াবর্ধনে:     ৪৪১     ১২৫২৫     ১১১০     ৭৫       ১১৮৫
১০.লারা:            ২৯৯     ১০৪০৫     ১০৩৫     ১৩৩       ১১৬৮



মন্তব্য চালু নেই